প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 1, 2025 ইং
যাত্রা শুরু করল স্বাস্থ্য বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল হেলথ ২৪
বাংলাদেশের স্বাস্থসেবাকে আরো সামনে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিতে যাত্রা শুরু করল দেশের প্রথম স্বাস্থ্য বিষয়ক অনলাইন নিউজপোর্টাল Health 24। রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কনভেনশন হলে হাজারো মানুষের অংশগ্রহণে একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানে Health 24 এর উদ্বোধন করা হয়।
বাংলাদেশের হেল্থ সেক্টরের বিভিন্ন সুবিধা-অসুবিধা, সম্ভাবনার কথা বস্তুনিষ্ঠভাবে উপস্থান করার লক্ষ্য নিয়ে নিউজপোর্টালটি যাত্রা শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানে এডব্লিউসির চেয়ারম্যান মো. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, এশিয়ান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্টার ড. মো. আবুল বাশার খান, চ্যানেল২৪ এর নির্বাহী পরিচালক দিলু খন্দকার, টিবি হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়েশা আক্তার, ইয়ুথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম হায়দার, ডা. ফাইজা রাহলা, ডা. সাদিয়া সুলতানা রেশমা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অনেকে।
এডব্লিউসির উপদেষ্টা মুহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় সেমিনারে মূল আলোচক হিসেবে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যুক্তরাষ্ট্রস্থ দ্য সেন্টার অব ইন্টিগ্রেটিভ মেডিসিনের কনসালটেন্ট অধ্যাপক ড. মজিবুল হক। অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক একটি ডকুমেন্টারিও প্রদর্শিত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ অলহেলথ ২৪ ডট কম