ঢাকা | বঙ্গাব্দ

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ৩৬৭

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2025 ইং
ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ৩৬৭ ছবির ক্যাপশন: ডেঙ্গু মাশা, ছবি সংগৃহিত
ad728

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৬৭ জন। সময়ে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি। গাত ৩০ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্টের ত্রিশ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সর্বমোট ৯৯২৮ জন। নিয়ে সারা বছরে ৩০৯০৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মৃত্যু হয়েছে ১১৮ জনের। বাকিরা হাসপাতাল বাসায় চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছেন ২৯ ও ৬৭ জন করে। সিটি কর্পোরেশনের বাইরে বিভাগগুলোর মধ্যে বরিশালে ৫৪, চট্টগ্রামে ৭৯, ঢাকায় ১০৮, ময়মনসিংহে রাজশাহী বিভাগে ২৭ জন আক্রান্ত হয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স